HomeখবরIndia & France: বড় কুটনৈতিক সাফল্য ভারতের, ফ্রান্সে আটক ৩০৩ ভারতীয়কে ছাড়ল...

India & France: বড় কুটনৈতিক সাফল্য ভারতের, ফ্রান্সে আটক ৩০৩ ভারতীয়কে ছাড়ল ফ্রান্স

- Advertisement -

প্যারিস – বড় কুটনৈতিক সাফল্য পেল ভারত। আটকে রাখা ৩০৩ জন ভারতীয়কে শেষ পর্যন্ত ঘরে ফেরার অনুমতি দিল ফ্রান্স। কয়েকদিন আগেই ফ্রান্সের ভাট্রি বিমানবন্দরে আটকানো হয়েছিল একটি বিমান। সন্দেহ করা হচ্ছিল, সেই বিমানে করে মানব পাচার করা হচ্ছে। তাতে ছিলেন ৩০৩ জন ভারতীয়।

এই পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে পিছন দরজা দিয়ে লাগাতার কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারতের মোদী সরকার। এবং তাতে সাফল্যও এল। রবিবার এই মামলায় ফরাসি আদালত নির্দেশ দিল, বিমানে থাকা ভারতীয়রা ফ্রান্স ছাড়তে পারবেন। এদিকে আটক করা বিমানটিকেও ফ্রান্স ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। 

চার্টার্ড বিমানটি নিকারাগুয়ার উদ্দেশে রওনা হয়েছিল। সওয়ার ছিলেন ৩০৩ জন। যাত্রীদের মধ্যে ১১টি শিশুও ছিল, যাদের কোনও অভিভাবক ছিল না। সে কারণে ফ্রান্সের প্রশাসনের সন্দেহ হয়, বিমানে করে মানবপাচার চলছে। দুবাই থেকে বিমানটি যখন ভাত্রি বিমানবন্দরে জ্বালানি নিতে নামে, তখন সেটিকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, এ৩৪০ এয়ারবাসের সকল যাত্রীদের দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার পরেই সেটিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ওই বিমানটি মুক্তির সব প্রক্রিয়া শেষ হচ্ছে। তবে বিমানটি কোথায় যাবে, বিবৃতিতে জানানো হয়নি। স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রাঁসোয়া প্রোকিয়োরো সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিমানটি ভারতের উদ্দেশে রওনা হবে।

উল্লেখ্য, এর আগে সেই বিমানে যাত্রীদের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। ‘পাচার চক্রের’ শিকার হওয়া যাত্রীদের ঠিক ভাবে বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছিল। তবে মুম্বইয়ে ফেরার পথে সেটা হবে না। তাই হয়ত সব যাত্রীদের নিয়েও আসতে পারবে না বিমানটি।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -