Homeখবর‘Dunki’ শাহরুখ-বন্দনায় মাতোয়ারা দেশ, হলের ভিতরে পুড়ল বাজি, মুম্বইয়ে ‘ডাঙ্কি’ দেখতে গিয়ে...

‘Dunki’ শাহরুখ-বন্দনায় মাতোয়ারা দেশ, হলের ভিতরে পুড়ল বাজি, মুম্বইয়ে ‘ডাঙ্কি’ দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার অবস্থা

- Advertisement -

কলকাতা – বছরের শুরুতেই ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বাদশা। গত সেপ্টেম্বর মাসে তাঁর দ্বিতীয় বাজি ছিল ‘জওয়ান’। এবার পর্দা কাঁপাচ্ছে ‘ডাঙ্কি’। এই মুহূর্তে কলকাতা-সহ সারাদেশ শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র মুক্তিতে উন্মাদনায় থরথর করে কাঁপছে। শাহরুখ বন্দনায় মাতোয়ারা হয়ে উঠেছে দেশ। হলের ভিতর পোড়ানো হয়েছে বাজি। মুম্বইয়ে তো ‘ডাঙ্কি’ দেখতে গিয়ে প্রায় পদপিষ্ট হয়ে যাওয়ার অবস্থা!

কেউ উত্তেজনায় সারা রাত জেগে। কেউ বা আবার মাফলার, টুপিতে ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টায়। কারও হাতে গরম কফির কাপ। তবে পরিস্থিতি যাই হোক না কেন, প্রথম শো তাঁরা হাতছাড়া করতে রাজি নন। কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। কিন্তু এবার ‘ডাঙ্কি’র প্রথম শো পিছিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই, পুনে কিংবা কলকাতা। বৃহস্পতিবার কাকভোর থেকে সব জায়াগায় চিত্রটা এক। সিনেমা হলের বাইরে ভিড়। উপলক্ষ্য ‘ডাঙ্কি’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। যেমন চলতি বছরে হ্যাটট্রিক করার পরিকল্পনা ছিল তাঁর, কথা রেখেছেন শাহরুখ। ‘পাঠান’ দিয়ে বছর শুরু, মাঝে ‘জওয়ান’, বছর শেষে ‘ডাঙ্কি’। এ যেন বৃত্ত সম্পূ্র্ণ হওয়ার মতো। তাই সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় হলের বাইরে উৎসবের মেজাজ। তবে ‘ডাঙ্কি’ দেখতে এসে বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন অনেকেই।

ডাঙ্কিতে শাহরুখ

মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি অন্যতম নামকরা সিনেমা হল। এ বছর মুক্তি পাওয়া শাহরুখের সব কটি ছবি প্রথম শো দেখানো হয়েছে এই হলেই। ‘ডাঙ্কি’র প্রথম শো ছিল ভোর ৫.৫৫-এ। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে উপচে পড়া ভিড়। ঢোল, বাজনা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। বড় পর্দায় যখন ‘লুট পুট গয়া’ গানে নাচছেন শাহরুখ, সেই সময় হলের ভিতরেই শুরু হল অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পোড়ানো হল আতসবাজি। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ক্ষেত্রে একই ঘটনা ঘটান শাহরুখ অনুরাগীরা। অভিনেতা আপত্তি জানালেও কাজ হয়নি কোনও।

শুধু আতসবাজি কিংবা উল্লাস নয়, মুম্বইয়ের এক হলে ‘ডাঙ্কি’ দেখার এমনই হিড়িক যে হলের ভিতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় পদপিষ্ট হওয়ার অবস্থা তৈরি হয় হলের বাইরে। যদিও শেষমেশ পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। বড় কোনও দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অনেকেই। ডাঙ্কির মুক্তির এই আনন্দের দিনে এমন বিশৃঙ্খলা যেন তারকাদের অনুরাগীদের সচেতনতা নিয়ে বার বার প্রশ্ন তুলছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -