Homeপশ্চিমবঙ্গDeepa Dasmunsi: দীপা দাসমুন্সিকে দায়িত্বে ফেরাল কংগ্রেস, হলেন তেলেঙ্গানার ইনচার্জ

Deepa Dasmunsi: দীপা দাসমুন্সিকে দায়িত্বে ফেরাল কংগ্রেস, হলেন তেলেঙ্গানার ইনচার্জ

- Advertisement -

নয়াদিল্লি – কংগ্রেসে বড় দায়িত্বে পেলেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। লোকসভা ভোটের ঠিক আগে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য (এআইসিসি) তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপাকে তেলাঙ্গানা রাজ্য পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে ওই দায়িত্বে ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মানিকরাও ঠাকরে।

একই সঙ্গে দীপা লাক্ষাদ্বীপ ও কেরলেরও পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচননের আগে ওই দায়িত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁকে এই দায়িত্ব দেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপা।   

তিনি লিখেছেন, ‘মাননীয় কংগ্রেস সভাপতি খড়গে জি, সিপিপি চেয়ারপার্সন শ্রীমতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীজি ও প্রিয়াঙ্কাজি প্রতি কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দেব।’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁকে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে মত জানতে বঙ্গ কংগ্রেস নেতৃত্বকে তলব করেছিল কংগ্রেস হাইকমান্ড। সেই বৈঠকে হাজির ছিলেন দীপা দাশমুন্সি। বৈঠকে তিনি তাঁর মতও জানান।

তিনি তৃণমূলের সঙ্গে জোট করার বিপক্ষেই মতপ্রকাশ করেন। তাঁর মতে রাজ্য শাসকদলের সঙ্গে জোট করলে আখেরে বিপদে পড়বে কংগ্রেসেই। সূত্রের খবর, রাজ্য তৃণমূলের সঙ্গে জোট হলেও হাইকমান্ড দীপার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছে।

পাঁচরাজ্যের ভোটে, তিন রাজ্যে হার হলেও তেলেঙ্গানায় বিআরএসকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। সরকার গড়ার পরপরই দীপা দাসমুন্সিকে লোকসভার ভোটের ইনচার্জ করে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -