HomeখবরKacha Badam Gan: কাঁচা বাদাম গান আর গাইতে পারছেন না ভূবন বাদ্যকার,...

Kacha Badam Gan: কাঁচা বাদাম গান আর গাইতে পারছেন না ভূবন বাদ্যকার, কিন্তু কেন?

- Advertisement -

কলকাতা: কাঁচা বাদাম গানের (Kacha Badam Gan) ‘কাকু’র অবস্থা এখন ‘পুনর্মুষিক ভব’র মতো। সংস্কৃতের এই শব্দবন্ধটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। গল্পটাও প্রায় সকলেরই জানা। ইঁদুর থেকে বিড়াল, মুনির দয়ায় বিড়াল থেকে বাঘ। এবং সবশেষে সেই মুনির অভিশাপেই বাঘের ইঁদুর হওয়া। সোশাল মিডিয়াও যে সেই মুনির থেকে কোনও অংশে নয়, সেটা এখন বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছেন ‘কাঁচা বাদাম কাকু’ ভূবন বাদ্যকর। তিনি না কি আর কাঁচা বাদাম গান (Kacha Badam Gan) গাইতেই পারছেন না।

ভূবন বাদ্যকার ইউটিউবার (Bhuban Badyakar YouTuber)

এক সময় সোশাল মিডিয়ায় ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গান গেয়ে রাতারাতি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে জীবনের চাওয়া-পাওয়া যা ছিল সবই পূরণ হয়ে গিয়েছিল। কিন্তু সেই ভূবন বাদ্যকরই এখন মুখে ‘কাঁচা বাদাম’ উচ্চারণ করতে পারছেন না। বদলে তাঁর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে জল। কেন এমনটা হল?

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে ভূবন বাদ্যকর রাতারাতি খ্যাতির মধ্যগগনে উঠে পড়েছিলেন। যে কারণে তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়েছিল। আর সেটাই নজরে পড়েছিল কিছু ব্যবসায়ীর। ভূবন বাদ্যকারকে ভাইরাল থেকে প্রকৃত শিল্পী বানিয়ে দেওয়ার টোপ দিয়ে সেই ব্যবসায়ীরা এমন কিছু কান্ড করে বসেছেন, যার জেরে আজ ‘বাদাম কাকু’ কাঁচা বাদামই না কি বলতে পারছেন না।

কাঁচা বাদামের গান (Kacha Badam Gan)

‘বাদাম কাকু’ কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোনও জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে’।

কে এমনটা করছে? ‘বাদাম কাকু’ ভূবন বাদ্যকারের দাবি, বীরভূমের এক সংস্থা ও তার মালিক এমনটা না কি করছে। এই সেই সংস্থা যার সঙ্গে ভূবন বাদ্যকার আরও কিছু গান গাইবেন বলে চুক্তি করেছিলেন। সেই সঙ্গে কয়েক লাখ টাকা পকেটেও পুরেছিলেন। কিন্তু এখন তিনি হায় হায় করছেন। কারণ, কপিরাইট। বাদাম কাকুর কথায়, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

কাঁচা বাদাম গান (Kacha Badam Gan) আর হবে কি

ভূবন বাদ্যকার এনিয়ে তাঁর আইনজীবীর সঙ্গে কোনও শলা-পরামর্শ করেছেন কি না, তা অবশ্য বলেন নি। কিন্তু একটি জিনিস তিনি বেশ বুঝতে পারছেন, সেলিব্রিটি হওয়ার অনেক জ্বালা আছে। জনপ্রিয় হয়ে থাকার লড়াইয়ে অনেক চোরাগোপ্তা আঘাত আছে। একইভাবে সোশাল মিডিয়ার দৌলতে ভাইরাল হওয়ার পর আরও অনেকেই হারিয়ে গেছেন। কিন্তু তা বলে কাঁচা বাদামই আর গাইতে পারবেন না, বাদাম কাকুর এই কষ্ট সহ্য না হওয়ারই কথা। হাজার হোক, কাঁচা বাদাম গানটার সঙ্গে তাঁর জীবনের লড়াইয়ের গন্ধ মিশে ছিল। সেটা তো আর ফিরে পাওয়া যাবে না!

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -