মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeপশ্চিমবঙ্গAnubrata Mondal: কেষ্টকে দিল্লি নিয়ে যাবে কে? জেল - পুলিশ - ইডিতে...

Anubrata Mondal: কেষ্টকে দিল্লি নিয়ে যাবে কে? জেল – পুলিশ – ইডিতে ঠ্যালাঠেলি

- Advertisement -

কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি যাত্রা নিয়ে জট যেন কাটতেই চাইছে না। তাঁকে দিল্লি নিয়ে যাবে কে, পুলিশ না ইডি— তা নিয়ে এ বার শুরু হয়েছে জোর চাপান-উতোর। এবং পরিস্থিতি এমন হতে চলেছে যে ফের আদালতে পুরো ব্যাপারটা নিয়ে মামলা হতে পারে বলে জানা যাচ্ছে।

শনিবারই কলকাতা হাই কোর্ট জানায়, ইডি যদি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চায় তাতে আদালতের কোনও আপত্তি নেই।

তারপর অনেকে ভেবেছিলেন, শেষপর্যন্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি যাত্রা নিয়ে আর কোনও বাধা রইল না। কিন্তু রবিবার বেঁকে বসেছে আসানসোল জেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল, তাঁরা কেষ্ট মণ্ডলকে আসানসোল জেল থেকে নিরাপত্তা দিয়ে কলকাতা নিয়ে যেতে পারবে না।

উলটো দিকে আসানসোল জেল কর্তৃপক্ষ বিনা নিরাপত্তায় কেষ্টকে বাইরে আনতে রাজি নয়। এই পরিস্থিতিতে হাত তুলে নিয়েছে ইডিও।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও জানিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দিতে হবে আসানসোল জেল কর্তৃপক্ষকেই। সুতরাং সবাই গোল গোল ঘুরছেন।

সূত্রের খবর, আসানসোল জেল কর্তৃপক্ষকে ইডি জানিয়েছে, যে ভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, সে ভাবেই অনুব্রতকেও নিয়ে যেতে হবে।

এর ফলে অনুব্রতকে নিয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ বেকায়দায় পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

কিন্তু আসানসোল জেল সূত্রে খবর, কেষ্টর নিরাপত্তা দিতে অপারগ পুলিশ। সেজন্য তারা চাইছে, ইডি যেন নিজেই সেই দায়িত্ব নেয়।

কিন্তু রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও জানিয়ে দিয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়। স্বভাবতই এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তা হলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে কে?

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর