শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024
Homeভারতকালোটাকার খোঁজে খোদ অমিত শাহর কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন, কি ঘটল...

কালোটাকার খোঁজে খোদ অমিত শাহর কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন, কি ঘটল জানুন

- Advertisement -

মুম্বই – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন। উদ্ধব ঠাকরে, একনাথ শিণ্ডের পর এবার অমিত শাহ। ফের রাজনৈতিক নেতার চপারে চলল তল্লাশি। শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই নির্বাচন কমিশনের তরফে তাঁর চপারে তল্লাশি চালানো হয়েছে বলে জানান শাহ। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেন তিনি।

এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। সেখানেই আমার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি সবসময়েই স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। মহামান্য নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়মও মেনে চলে বিজেপি। দেশজুড়ে শক্তিশালী নির্বাচনী সিস্টেম গড়ে তোলার জন্য এবং ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে।”

উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে মহারাষ্ট্রে তিন নেতাকে পড়তে হল তল্লাশির মুখে। সোমবার একপ্রকার আচমকাই উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা ইউবিটির নেতা উদ্ধব নিজেই। মঙ্গলবার ফের উদ্ধবের ব্যাগ ‘সার্চ’ করা হয়। বিরোধীদের দাবি ছিল, উদ্ধবকে হেনস্তা করতেই এভাবে তল্লাশি চালানো হয়েছে।

তার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। বুধবার মহারাষ্ট্রের পালঘরে ভোটপ্রচারে গিয়েছিলেন একনাথ শিণ্ডে। সেখানে গিয়েই কমিশনের আধিকারিকরা শিণ্ডের ব্যাগে তল্লাশি চালিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামও। সব মিলিয়ে কমিশন তল্লাশি চালানোর ক্ষেত্রে ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে চাইছে। বিরোধী শিবিরের দাবি, উদ্ধবের ব্যাগে তল্লাশির পর বিতর্কের ঝড় উঠতেই কমিশন নিজেদের ‘নিরপেক্ষতা’ প্রমাণ করতে মরিয়া। সেকারণেই শাসক শিবিরের নেতাদের ব্যাগে তল্লাশি করা হচ্ছে। এটা আসলে আইওয়াশ।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর