Homeভারতপশ্চিমবঙ্গের মতোই ভাঁড়ে মা ভবানী দশা মধ্যপ্রদেশের বিজেপি সরকারের, কটাক্ষ তৃণমূলের

পশ্চিমবঙ্গের মতোই ভাঁড়ে মা ভবানী দশা মধ্যপ্রদেশের বিজেপি সরকারের, কটাক্ষ তৃণমূলের

- Advertisement -

ভোপাল – পশ্চিমবঙ্গের মতোই অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের। ঋণের টাকায় মানুষকে খুশি করতে গিয়ে মহা-বিপাকে পড়েছে মধ্যপ্রদেশের নতুন বিজেপি সরকার। মাত্র দু’সপ্তাহ আগে শিবরাজ সিং চৌহানের বদলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন যাদব। আর দিন পনের কাটতে না কাটতেই সরকার চালাতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ২ হাজার কোটি টাকার ঋণ চেয়ে বসলেন তিনি। কেননা, শিবরাজ সিং চৌহানের সরকার মধ্যপ্রদেশের ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকার ওপর নিয়ে গিয়েছেন। ভাঁড়ারে আর টাকা নেই।

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মতোই বিধানসভা ভোটে জয় পেতে বেশকিছু জনমুখী প্রকল্প শুরু করেছিলেন মধ্যপ্রদেশের আগের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাংলায় যেমন ‘কন্যাশ্রী’, ঠিক তেমনই মধ্যপ্রদেশে চলে ‘লাডলি বহেনা’। তাতে ভরপুর চাপ পড়েছে রাজ্যের কোষাগারের উপর। শিবরাজ সরকার কেবল মাত্র ২০২৩ সালেই ঋণ করেছে ৪৪ হাজার কোটি টাকা। তার মধ্যে পাঁচ হাজার কোটি ঋণ নেওয়া হয়েছে নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর।

এখন নতুন সরকার যখন ক্ষমতায়, তখন কোষাগারের হাড় জিরজিরে অবস্থা। পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে। বস্তুত, রাজনীতিই এখন গলার ফাঁস হয়ে উঠেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

তবে প্রত্যাশিত ভাবেই ধারের দায়কে পাত্তা দেননি নতুন মুখ্যমন্ত্রী। যেমনটা পাত্তা দেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যপ্রদেশের বিধানসভাকে মুখ্যমন্ত্রী মোহন যাদব আশ্বস্ত করে বলেছেন, ‘কোনও সমস্যা নেই’। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও বুক ঠুকে করেছেন মোহন। তিনি এ সম্পর্কে বলেছেন, ‘‘অনেকেই দেখলাম, ভয় পাচ্ছেন যে, প্রকল্প নাকি বন্ধ হয়ে যাবে। এটা অযথা ভয়। কিছুই বন্ধ হবে না।’’ তাঁর দাবি, বিজেপির ইস্তাহার রামায়ণ বা গীতার মতোই পূতঃপবিত্র বিষয়। তাই, সেখানে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অবশ্যই পালিত হবে।

স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধীরা মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে এনিয়ে আক্রমণে নেমেছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ কটাক্ষ করে বলেছেন, ‘‘মধ্যপ্রদেশের প্রতিটি শিশু ভূমিষ্ঠ হচ্ছে ৪০ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে। বিজেপি ক্রমশ মধ্যপ্রদেশকে দেউলিয়া হওয়ার পথে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে। হুঁশ ফিরবে কবে?’’

আরও মজার কথা হল, পশ্চিমবঙ্গে প্রায় ৬ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে মধ্যপ্রদেশের ঋণ নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। এভাবে নতুন সরকার শপথ নেওয়ার ১৫ দিনের মাথায় ফের রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা ধার চাওয়ায় কটাক্ষ করেছেন তৃণমূলের নেতারা।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -