Homeপশ্চিমবঙ্গবিজেপি ছাড়লেন নেতাজির বংশধর চন্দ্র বসু, এবার কি তৃণমূলে যোগ দেবেন, জল্পনা

বিজেপি ছাড়লেন নেতাজির বংশধর চন্দ্র বসু, এবার কি তৃণমূলে যোগ দেবেন, জল্পনা

- Advertisement -

নয়াদিল্লি – বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। মঙ্গলবার মোদী-শাহ-নাড্ডাদের চিঠি দিয়ে জানালেন, যা ভেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তা হয়নি। তাই এই সিদ্ধান্ত। এরপর স্বাভাবিক জল্পনা শুরু হয়েছে চন্দ্র বসু কি তৃণমূলে যোগ দিতে চলেছেন?

ব্যাপার হচ্ছে, চন্দ্রের সঙ্গে বিজেপি নেতাদের বিবাদ প্রায় শুরুর দিন থেকেই। ২০১৮ সালেই ‘‘হিন্দুরা ছাগলের মাংস খাওয়া বন্ধ করুন’’ লিখে টুইট করেছিলেন চন্দ্র। তা নিয়ে আসরে নামেন বিজেপি নেতা তথাগত রায়। পাল্টা টুইটে লেখেন, ‘‘ছাগল নয়, গরুই আমাদের মাতা।’’

বিজেপির এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) নীতি নিয়েও উল্টো মত দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন চন্দ্র। আবার ২০২১ সালে কেন্দ্রীয় সরকারকে দেওয়া ‘নেতাজির টুপি’ চুরি হয়ে গিয়েছে দাবি করে বিতর্ক তৈরি করেন চন্দ্র। সে বার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে চন্দ্রের দাবি ভুল বলে জানানো হয়েছিল।

এবার চন্দ্র বসু চিঠিতে জানিয়েছেন, ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে যোগ দিতে। বিজেপির মঞ্চ ব্যবহার করে নিজস্ব আদর্শের প্রচার চেয়েছিলেন দেশ জুড়ে। চেয়েছিলেন বিজেপির সাংগঠনিক কাঠামোর মধ্যেই নেতাজির আদর্শ প্রচারের জন্য ‘আজাদ হিন্দ মোর্চা’ গঠন হবে। এ সব কিছু না হওয়াতেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্র।

সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘‘বাংলার মানুষের কাছে বিজেপি কী ভাবে পৌঁছতে পারে তা জানিয়ে বিস্তারিত প্রস্তাব জমা দিয়েছিলাম। কিন্তু আমার প্রস্তাবকে উপেক্ষা করা হয়েছে। যা ভেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তা হয়নি। তিনি যা যা সাংগঠনিক প্রস্তাব দিয়েছিলেন তাতে কান দেননি বিজেপির রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব।’’

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন চন্দ্র বসু। যোগ দিয়েই প্রার্থী হন ভবানীপুরে। সে বারে মমতার কাছে হারের পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের মালা রায়ের কাছে হারেন কলকাতা দক্ষিণ আসনে। এর পরে দলের কাজেও তাঁকে বিশেষ দেখা যায়নি। ২০২০ সালে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদ থেকেও সরানো হয় তাঁকে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে চন্দ্র বসু তৃণমূলের দিকে ঝুকবেন? কেননা, যে সব বঙ্গ নেতারাই বিজেপি ছেড়েছেন, তৃণমূল কিন্তু তাঁদের সাদরে দলে আমন্ত্রণ জানিয়েছে। আর চন্দ্র বসু তো সুভাষচন্দ্র বসুর এক্কেবারে প্রপৌত্র! সুতরাং ২৪’এর লোকসভা ভোটের আগে এমন সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -