কলকাতা – ‘‘আমি কখনও কারও কাছ থেকে একটা পয়সা, এক কাপ চা নিইনি। তাও এজেন্সি দিয়ে আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে।’’ সোমবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে একটি বেসরকারি সিমেন্ট কারখানার উদ্বোধন করে একথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও অভিযোগ করেন, শুধু তিনি বা তাঁর পরিবার নয়, একইভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদেরও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে।
এমন অভিযোগ নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘কখনও কখনও কিছু কিছু লোক আপনাদের উত্যক্ত করবে। এটা নতুন কিছু নয়। শুধু আপনাদের নয়, কিছু এজেন্সি দিয়ে বারবার সমস্ত ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে।’
একই সঙ্গে নিজের কথা জুড়ে দিয়ে মমতা আরও বলেন, ‘‘আমার পরিবারও এই হেনস্থার শিকার হচ্ছে। যদিও আমি সারা জীবনে কখনও এক পয়সা, এক কাপ চা কারও কাছ থেকে নিইনি। এটা এক রকম রাজনৈতিক প্রতিহিংসা। একে বেশি গুরুত্ব দেবেন না। আমি বুঝতে পারি না, আপনি যদি কিছু কেনেন, ধরুন সেটা কাপ আর প্লেট, ইডি কি তার তদন্ত করতে পারে?‘‘ সিবিআই ও ইডির রাজ্যে একের পর এক তদন্ত নিয়ে এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও মমতার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের প্রায় ১৫০ কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছেন। মুকুল রায়, অর্জুন সিং আমাদের দলে এসেছিলেন বলে তাদের বিরুদ্ধে মুঠো মুঠো মামলা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই রকম আচরণ করলে এতক্ষণ তাঁর আর মুখ্যমন্ত্রী থাকতে হত না।’
পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর পালটা প্রশ্ন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কালীঘাটে ৩৬টা সম্পত্তি হল কী করে? তাদের পরিবারের আয়ের উৎস কী? মুখ্যমন্ত্রী তো আগে ৫ লক্ষ টাকায় একটা ছবি বিক্রি করতেন। এখন আর তাঁর ছবি বিক্রি হয় না কেন? উনি নিজে জানেন যে উনি কী ভাবে তোলাবাজি করেছেন। অন্যকে ছুঁয়ে দিয়ে নিজের কৃতকর্মের দায় তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।’’