Homeপশ্চিমবঙ্গ‘কালীঘাটের কাকু’কে এবার তলব করল ইডি

‘কালীঘাটের কাকু’কে এবার তলব করল ইডি

- Advertisement -

কলকাতা – শেষমেষ আশঙ্কাই সত্যি হল! কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী মঙ্গলবার, ৩০ মে তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডির তরফে তলব করা হয়েছে বলে খবর।

গত শনিবার দীর্ঘ সময় ধরে বেহালায় এই সুজয়কৃষ্ণ ভদ্রর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় ইডি। সে দিন কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাঁকে। ইডি সূত্রের খবর, মূলত নিয়োগ দুর্নীতির কালোটাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই সুজয়কৃষ্ণকে সংস্থার দফতরে ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে ‘কালীঘাটের কাকু’র কথা প্রকাশ্যে এসেছিল। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছিল, ‘কালীঘাটের কাকু’র আসল নাম সুজয়কৃষ্ণ ভদ্র। সেই সুজয়কে এর আগে দু’বার তলব করেছিল সিবিআই।

প্রথম বার হাজিরা দিলেও পরে তিনি নিজে হাজিরা দেননি। বদলে আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়ে দেন। সুজয় সে সময় জানান, তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেগুলি আইনজীবীকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি নিজেই জানান, তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -