মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
Homeভারতঅনুচ্ছেদ ৩৭০ নিয়ে প্রস্তাব পাশ জম্মু ও কাশ্মীর বিধানসভায়, প্রতিবাদ বিজেপি বিধায়কদের

অনুচ্ছেদ ৩৭০ নিয়ে প্রস্তাব পাশ জম্মু ও কাশ্মীর বিধানসভায়, প্রতিবাদ বিজেপি বিধায়কদের

- Advertisement -

শ্রীনগর – কাশ্মীরে উলটপুরাণের চেষ্টা শুরু! কিন্তু বাধা দিল বিজেপি। জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হল জম্মু ও কাশ্মীর বিধানসভায়। কিন্তু শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এই প্রস্তাব পেশ করার পরেই বিধানসভায় হট্টগোল শুরু হয়ে যায়। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়কেরা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ করানো হয়। বুধবার অবশ্য এই নিয়ে বিধানসভায় কোনও আলোচনা হয়নি।

কি রয়েছে এই প্রস্তাবে? আসলে কেন্দ্রের কাছে অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর বিষয়ে জম্মু ও কাশ্মীরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার আর্জি জানানো হয়েছে। প্রস্তাবটি পেশ হওয়ার পরেই বিজেপি এবং এনসি বিধায়কদের মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়ে যায়। এনসি বিধায়ক তথা কেন্দ্রশাসিত অঞ্চলটির উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধরি বিজেপিকে আক্রমণ করে বলেন, “আমরা বলতে চাইছি, ২০১৯ সালে আমাদের কাছ থেকে বিশেষ তকমা (অনুচ্ছেদ ৩৭০) কেড়ে নেওয়া হয়েছিল। যদি আপনি বিজেপির নার্কো পরীক্ষা করান, তবে দেখবেন তারাও একই জিনিস (অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনা) চায়।

এনসি-র তরফে প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন সুরিন্দরই। তিনি জানান, কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের কারণে বাইরের লোকেরাও সেখানকার জমি কিনছেন। আর সেই কারণে অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রস্তাবের বিরোধিতা করেন জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা। তিনি বলেন, “উপরাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার পরিবর্তে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।” বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। কংগ্রেস অবশ্য এনসি-র আনা প্রস্তাবকে সমর্থন করে।

ছ’বছর পরে গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। আর অধিবেশনের প্রথম দিনেই অনুচ্ছেদ ৩৭০ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিধানসভায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করলে হইচই শুরু করে দেন বিজেপি বিধায়কেরা। এমনকি জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার, ন্যাশনাল কনফারেন্স (এনসি) বিধায়ক রহিম রাঠেদারও জানান, এই ধরনের প্রস্তাবকে তিনি অনুমোদন করছেন না।

আরও খবর
- Advertisment -

সবাই যা পড়ছেন

পছন্দের খবর